সমস্ত বিশেষ শিশুর ক্ষেত্রেই সেফটির দিক টা সর্ব প্রথম প্রাধান্য দেওয়া উচিত। আর যে সমস্ত শিশুর অটিজম ও ADHD রয়েছে তাদের ক্ষেত্রে অভিভাবকদের আরো বেশি নজর দিতে হবে।
একটি গবেষণায় দেখা গিয়েছে অটিজম শিশুদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান তাদের বাড়ি। যত রকম দুর্ঘটনা ঘটেছে তার বেশীরভাগ শিশুর বাড়িতে হয়েছে।
ঘরের পরিবেশ নিরাপদ করে তুলুন।
ছোটো ছোটো বিষয়গুলো আমরা খেয়াল করি না বা খুব একটা গুরুত্ব দি না। কিন্তু সেগুলোই বড় বিপদ ডেকে আনতে পারে।
শিশুকে কোথাও নিয়ে গেলে সেখানকার পরিবেশ সম্পর্কেও ধারনা দিন। সোশ্যাল স্টোরি রোল প্লে মাধ্যমে শিশুকে সেফটি সম্পর্কে বোঝান।
ধরুন আপনি আপনার শিশুকে নিয়ে বাজারে গেলেন। আর বাজারে গিয়ে যদি সে হারিয়ে যায় তাহলে তার কি করনীয়ঃ
” ধরো আমরা বাজারে গিয়ে আলাদা হয়ে যেতে পারি তাহলে তুমি কি করবে।
যদি এমন ঘটে তবে তুমি যা করবে- প্রথমে আমার নাম ধরে জোরে চিৎকার করে ডাকবে। যেমন মা………(অভিভাবক চিৎকার করে ডেকে তার সামনে দেখাবে) । এর পর মা কোনো সাড়া না দিলে সামনে যে থাকবে তাকে বোঝাবে বা বলবে যে তুমি মাকে হারিয়ে ফেলেছো।”
উপরের কাহিনী টি অভিভাবকরা রোল প্লের মাধ্যমে শিশুকে বোঝান। তার সামনে প্রথমে পুরো কাহিনী টি রোল প্লে করে দেখান। তারপর শিশুকেও অংশগ্রহণ করান ও প্রতিনিয়ত অভ্যাস করান।
শিশু যখন বিষয়টা শিখে গেছে বলে মনে হবে বাজারে নিয়ে ডেমো দিন। যাদের সামান্য ভাষা আছে ও বোঝার ক্ষমতা হয়েছে তাদের ক্ষেত্রে এপ্লাই করে দেখতে পারেন।
নন ভারবাল শিশুদের ক্ষেত্রে বাইরে বের হলে অবশ্যই আইডেন্টিটি কার্ড রাখবেন। আর শিশু বলতে না পারলে তার কাছে হারিয়ে যাওয়ার লিখিত কার্ড রেখে দিবেন পকেটে। ও সেটা বের করে সামনে যে থাকবে তাকে দেখাবে।
ঘরে যে জিনিস গুলো থেকে বিপদের আশঙ্কা রয়েছে সেসবের পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখুন সেই বস্তুগুলোর ছবি দিয়ে সোশ্যাল স্টোরি বানান যে এসব আমি ধরবো না।
বিভিন্ন বিষয়ের সোশ্যাল স্টোরি গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিবেন। আমাদের ওয়েবসাইট লিঙ্ক- https://dishadigitalschool.in/
Written by- Sandip Goon, Principal Disha Digital School