আমাদের প্রাত্যহিক জীবনে সময়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন ঘুম থেকে উঠতে হবে, খাবার খেতে হবে, স্নান করতে হবে সব কিছুই ঘড়ির কাটা মেপে চলে।
সময়ের ধারনা না থাকলে আমরা সব কিছুতেই পিছিয়ে পড়ব। বিশেষ শিশুদেরও সময়ের ধারনা থাকা খুবই প্রয়োজন। তা নয়ত সে কোন টাস্ক কতটুকু সময় ধরে করবে কোন কাজ কখন শেষ করবে বুঝে উঠতে পারবে না।
বিশেষ শিশুদের সময় বোঝানো কঠিন কেন?
বিশেষ শিশু বিশেষ করে যাদের অটিজম, ADHD, ডেভেলপমেন্টাল ডিলে-গত সমস্যা রয়েছে তাদের সময়ের ধারনা প্রদান করা একটি কঠিন কাজ।
- আরো পড়ুনঃ অটিজম শিশুদের কিভাবে লেখা শেখাবেন।
স্বল্প স্মৃতি শক্তি, মনোযোগহীনতা, চঞ্চলতা প্রভৃতি কারণে তারা সময়ের ধারনা সহজে রপ্ত করতে পারে না। কাজের মেমরি খুবই দুর্বল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ব্রেইন প্রসেসিং এ অনেক সময় প্রয়োজন হয়।
তবে নিয়মিত অভ্যাস ও বিশেষ উপকরণের দ্বারা ও বিশেষ শিক্ষার মাধ্যমে তাদের সময় সম্পর্কে ধারনা দেওয়া যায়।
ভিজুয়াল উপকরণের ব্যবহার
বিভিন্ন ধরনের ভিজুয়াল উপকরণ রয়েছে যার মাধ্যমে শিক্ষক ও অভিভাবকরা সহজে সময় বোঝাতে পারবেন।
- টাইম টাইমার-
টাইম টাইমার এর ভিজুয়াল দৃশ্যপট সহজেই শিশুকে সময়ের ধারনা লাভ করতে সাহায্য করে। লাল দৃশ্যপট টি আকর্ষণীয় হওয়াতে শিশুরা এই ঘড়ির প্রতি সহজেই আকৃষ্ট হয়। বিভিন্ন দামের টাইম টাইমার রয়েছে আপনারা আমাজন থেকে কিনে নিতে পারবেন।
- স্যান্ড টাইমার
১ মিনিট ৩ মিনিট ও ৫ মিনিটের মত অল্প সময়ের ধারনা দেওয়ার ক্ষেত্রে স্যান্ড টাইমার খুবই উপযোগী। দ্রুত যে সমস্ত কাজ করতে হবে যেমন- ব্রাস করা, জামা পড়া এগুলোর ক্ষেত্রে স্যান্ড টাইমার খুবই উপযোগী।
- ভিজুয়াল অ্যাপ
ভিজুয়াল টাইমার যদি না থাকে তবে আপনার স্মার্ট ফোনে Visual Timer নামক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। ব্যবহার করা খুব সহজ। কোনো টাস্ক করতে দিয়ে অ্যাপটি চালু করে দিন।
লাল দৃশ্যটি শেষ হয়ে আসা মানে তার কাজের সময় শেষ হয়ে আসবে যা সে সহজে বুঝতে পারবে।
সময় শেষের পর ওয়ার্নিং সাউন্ডও শোনা যাবে।
- নিজস্ব টাইম টুল ব্যবহার করুন
বিভিন্ন উপকরণের দ্বারা আকর্ষণীয় ঘড়ি তৈরি করতে পারেন। শিশুকে এই ঘড়ি ব্যবহার করার কাজ দিয়ে অন্যান্য কাজও করিয়ে নিতে পারবেন। যেমন নিচের ছবিতে দেখবেন একটি ল্যামিনেট প্রিন্টেড ঘড়ির ট্যামপ্লেট আমি ব্যবহার করেছি। এই ঘড়িটি শিশুকে ব্যবহার করতে দিয়ে আপনি অন্যান্য কাজ করিয়ে নিতে পারবেন।
এই সিম্পল ক্লক এক্টিভিটি টাস্ক টির দ্বারা শিশু সহজেই সময়ের ধারণা লাভ করতে পারবে। ল্যামিনেট পেজের ওপর টাইম কার্ড বসিয়ে কাজটি সম্পূর্ণ করতে হবে।
মিনিটের নীল কাটা শিশু ১২ এর ঘরে রাখবে এবং কালো ঘন্টার কাঁটা টি প্রত্যেক ঘরে একবার করে বসিয়ে নিচে কটা বাজল সেই অনুযায়ী কার্ড পেষ্ট করবে।
এবার শিশুকে এ এম এবং পিএম এর ধারণা দেওয়ার জন্য মিডডে অর্থাৎ দুপুর ১২ টায় নির্দিষ্ট কোনো অ্যাক্টিভিটি রেখে শিশুকে বোঝাতে হবে ঘুম থেকে উঠে দুপুর বারোটার আগে পর্যন্ত এ.এম এবং বারোটার পর থেকে পি.এম,
এমনও হতে পারে বারোটায় শিশুকে স্নান করান সে ক্ষেত্রে তাকে বলতে হবে স্নানের আগ পর্যন্ত এ.এম এবং স্নানের পর থেকে পি.এম।
প্রথমেই এ.এম ও পি.এম এর জটিল হিসেব দিতে যাবেন না তাহলে তারা কিছুই বুঝবে না।
- আরো পড়ুনঃ কিভাবে আপনার শিশুকে কাউন্টিং শেখাবেন।
উপরের ঘড়ির pdf ট্যামপ্লেট টি আপনারা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ থেকে ফ্রি তে ডাউনলোড করে নিতে পারবেন। পাশের লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করে নিন। https://dishadigitalschool.in/product/clock-activity-template/
- ডেইলি ভিজুয়াল সিডুল
ডেইলি ভিজুয়াল সিডুলের মাধ্যমে আপনি কোনো কাজ শেষ হয়ে গেলে সেই সিডুল এক্টিভিটি কার্ড টি খামের ভেতর ঢুকিয়ে দিন এবং শিশুকে বুঝিয়ে দিন যে তার সেই কাজটির টাইম পার হয়ে গেছে এবং সে সেটা করে ফেলেছে। এভাবে কাজের মাধ্যমে সময়ের ধারনা সৃষ্টি হবে।
- কাজের ঝুড়ি ব্যবহার করুন।
শিশুর বিভিন্ন কাজের উপকরণগুলি রাখার জন্য কাজের ঝুড়ি ব্যবহার করুন। যেমন গাড়ি নিয়ে পুতুল নিয়ে খেলার পর তার গাড়ি ও পুতুলটি সে ঐ কাজের ঝুড়ির মধ্যে রাখবে। এর থেকে সে বুঝতে পারবে তার গাড়ি নিয়ে পুতুল নিয়ে খেলার সময় শেষ।
- ক্যালেন্ডার এর ব্যবহার
ক্যালেন্ডারের ব্যবহার সময় সম্পর্কে ধারনা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী মাধ্যম। প্রতিদিনের ক্যালেন্ডার অ্যাক্টিভিটি দ্বারা শিশু সময় দিন তারিখ সম্পর্কে জ্ঞান লাভ করবে। এর জন্য আমাদের ক্যালেন্ডার বোর্ড বা ক্যালেন্ডার বুকটি ব্যবহার করে দেখতে পারেন। খুবই উপযোগী বিশেষ শিশুদের জন্য।
এছাড়া সময়ের ধারনা দেওয়ার জন্য যা যা করবেন-
- আগে, পরে, তারপর এই শব্দগুলো সময়ের ধারনা দিতে শেখাবেন।
- ক্যালেন্ডার ব্যবহারের মাধ্যমে আজ-টুডে , গতকাল-ইয়েসটারডে, আগামীকাল-টুমরো এই শব্দগুলোর সাথে পরিচয় ঘটান।
- অ্যালার্ম এর ব্যবহার করুন। যাতে শিশু অ্যালার্ম বাজার সাথে কাজ শেষ বা শুরু করতে পারে।
উক্ত সময়ের ধারনাগুলি শুধু প্রাথমিক লেভেলের জন্য। ঘণ্টার হিসেব ও সাধারণ সময়ের ধারনা জন্মালে ধিরে ধিরে মিনিট সেকেন্ডের ধারনা দিতে হবে।
এই লেখাটি সম্পর্কে যদি কোনোরকম মতামত বা আরও কিছু আইডিয়া দিতে চান নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
Sandip Goon,
Principal,
Disha Digital School