একজন অটিজম অভিভাবক হিসেবে আপনি কিভাবে এই মাসটিকে উদযাপন করবেন তার কিছু টিপস:
-
আপনার শিশুর থেরাপিস্ট ও টিচারদের জন্য শিশুকে দিয়ে হাতে তৈরী কোনো উপহার বানাতে পারেন. এর সাথে একটা ধন্যবাদ কার্ড তৈরী করুন ও আপনার শিশুর থেরাপিস্ট, টিচারদের সেই কার্ড ও গিফট দিয়ে শিশুকে ধন্যবাদ বলতে শেখান।অটিজম শিশু হারিয়ে গেলে কি করবে
-
আপনার শিশুর সমবয়সী সাধারণ ছেলে মেয়ে যাদের সাথে ও খেলে কিংবা দেখা হয় তাদের সাথে একটা ছোট অনুষ্ঠান আয়োজন করুন ও প্রত্যেককে যদি সম্ভব হয় একটা করে চকোলেট দিন ও তাদের দিনটি উদযাপনের কারন বোঝান.এর ফলে তারা আপনার শিশুর সমস্যা সম্পর্কে জানতে ও বুঝতে পারবে।অটিজম শিশুদের জিনিস ছুঁড়ে ফেলা
-
আমরা যেমন দেওয়ালি পালন করি বিভিন্ন লাইট লাগিয়ে তেমন সম্ভব হলে এই মাসটি আপনার বাড়িটি নীল আলো দিয়ে সজ্জিত করুন।
-
শিশুর সাথে তার চেয়ে বয়সে বড় যারা একটু বলতে পারে এমন অটিজম আছে যুবক যুবতীর সাথে মেশার ব্যবস্থা করুন একদিন।
-
অটিজম সচেতনতার লিফলেট বা বই আপনার বন্ধু বান্ধবদের বা পরিবারের অন্যদের পড়তে দিন। 6. সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অটিজম সচেতনতা মূলক পোস্ট শেয়ার করুন। 7.আপনার শিশু যদি সাধারণ বিদ্যালয়ে পড়াশুনা করে তাহলে স্কুলের প্রিন্সিপাল, টিচার প্রত্যেককে একটা অটিজম এর নোট কার্ড দিন. অন্যান্য সাধারণ শিশুর অভিভাকদেরও দিতে পারেন।8.পরিবারের সদস্যদের নিয়ে অটিজম এর উপর তৈরি কোনো মুভি দেখুন. কিছু মুভির নাম বললাম দেখতে পারে।
আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন ও ফেসবুক পেজ লাইক করুন।
গ্রুপ- দিশা পেজ- দিশা ডিজিট্যাল স্কুল
Written by Sandip Goon