প্রসঙ্গ আসানসোল ওয়ার্কশপঃ
গত ০২/০৬/২০১৯ তারিখে আসানসোল জেলা গ্রন্থাগারে হয়ে গেল দিশার তৃতীয় ওয়ার্কশপ। কলকাতার বাইরে এটাই আমাদের প্রথম ওয়ার্কশপ। এই ওয়ার্কশপ আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা হলেন আমাদের গ্রুপের সদস্য Amrita Bhattacharya ও Moumita Das Gupta ম্যাডাম। আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো।
এত গরমের মধ্যেও দূর দূরান্ত থেকে যে সমস্ত অভিভাবক এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। পরিশ্রম আমাদেরও ছিল আপনাদেরও ছিল কিন্তু সমস্ত পরিশ্রম স্বার্থক হয়ে যায় যখন প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পারি জানতে পারি।
আরেকজনের কথা না বললেই হয় না তিনি হলেন আমাদের স্পিচ থেরাপিস্টPoulami Chakraborty ম্যাডাম। এত সুন্দর ভাবে নিজের সেরা টা দেওয়ার চেষ্টা করেছেন সত্যি অসাধারণ। মেম যেভাবে আপনি অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছেন ও যা দেখিয়েছেন তা কোনও থেরাপিস্ট দেখায় না। আগামী দিনেও আপনি আমাদের সাথে এভাবে থাকবেন ও দিশা কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
ধন্যবাদ রিতা সেন মেম আমাদের ওয়ার্কশপে এসে আপনার মুল্যবান মতামত দেওয়ার জন্য।