News

Disha Workshop Kolkata – l

dishadigitalschool

স্পেশাল এডুকেশনের এক নতুন ধারার সূচনা আমরা অনেকদিন আগেই দিশা ডিজিট্যাল স্কুলের মাধ্যমে শুরু করেছি। অনলাইনের এই কার্যকলাপ গুলোই অভিভাবকরা যাতে আরও ভালোভাবে বাড়িতে প্রয়োগ করতে পারে ও শিশুর শিক্ষাকে সহজ করে তুলতে পারে তার জন্য আগামি সেপ্টেম্বর মাসে প্রথম একদিনের একটি ওয়ার্কশপের আয়োজন করতে চলেছি কলকাতায়।

স্থান এখনো ঠিক হয়নি তবে চেষ্টা করা হচ্ছে নর্থ কলকাতার কোথাও। সম্ভাব্য তারিখ ২৩ সেপ্টেম্বর রবিবার। সময় -১০টা থেকে ৪ টা। রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা পেরেন্টস(সিট-২০) আর প্রফেশনাল ও স্টুডেন্টরা ৫০০(সিট ৫)। আগস্ট এর ৩১ তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে।

প্যারেন্টস দের রেজিস্ট্রেশন ফি জমা পরলেই আমরা তাদের মেটেরিয়াল বানানো শুরু করে দেব।

কি কি বিষয় থাকবে?
১) বিহেভিয়ার মেটেরিয়াল
২) Daily Activity All in One Board-এই বোর্ডটির জন্য চাইল্ড ডিটেইলস আমরা নেব- যেমন কখন ঘুম থেকে ওঠে সারাদিন সে কি করে এগুলো আগে থেকে জেনে নিয়ে সেই অনুযায়ী ভিসুয়াল কার্ড বানাবো। বোর্ডের প্র্যাক্টিক্যাল ব্যবহার চাইল্ড ও পেরেন্টস এর সামনে করে দেখানো হবে। যেহেতু বোর্ড অনেক টা বড় হবে তাই একটি বোর্ড বানিয়ে দেখানো হবে। আর আপনারা যদি পিচ বোর্ড এর ব্যবস্থা করে আনেন ও নিয়ে যেতে পারেন তাহলে ওখানেই বানিয়ে দেওয়া হবে। নয়ত মেটেরিয়াল দিয়ে দেব বাড়িতে বানিয়ে নিবেন।
৩) First – Than book-
৪) I feel I need Book
৫) Reward Book
৬) Daily activities Book- ছবি দিবেন কখন কি করছে বানানো হবে।
৭) একটি সোশাল স্টোরি বুক যা আপনার চাইল্ড এর প্রয়োজন সেটা আগে জানাবেন সেই অনুযায়ী বানানো হবে।
৮) ফাইল ফোল্ডার রাইটিং এক্টিভিটি ওয়ার্কবুক।
৯) ফাইন মোটর গ্রস মোটর, Attention develop Activity- এগুলো চাইল্ড কে দিয়েই করে দেখানো হবে যা পরবর্তীতে আপনারা বাড়িতে প্র্যাকটিস করাবেন।

আপনাদের দেওয়া ফি থেকে যদি কিছু বাঁচে তবে একটা বেসিক কন্সেপ্ট ভেলক্রো বুক। এছাড়া পরবর্তী এক মাস আপনার চাইল্ড এর জন্য ৫টি ফ্রি pdf মেটেরিয়াল দেওয়া হবে(এটি ওয়ার্কশপের পর ম্যাসেঞ্জারে দেওয়া হবে।)
আমাদের উদ্দেশ্য শুধু ওয়ার্কশপ করে চলে আসা না। যা শেখানো হবে তা কতটা শিখছে তা লক্ষ্য রাখা। তাই পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে ওয়ার্কশপ করা হবে।

ওয়ার্কশপে কোন Lunch এর ব্যবস্থা থাকবে না। আপনারা পারলে বাড়ি থেকে নিজের ও চাইল্ড এর জন্য টিফিন নিয়ে আসবেন। যেহেতু আমাকে এতদূর থেকে গিয়ে এরেঞ্জ করতে হবে তাই এই খাওয়ার দাওয়ার বিষয় টা বাদ দিলাম। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হলে ফি বাড়াতে হবে সেটা আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন আলোচনা করে নেওয়া হবে।
যারা আগ্রহী কমেন্ট করবেন মেসেজ এ একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। একমাত্র পে করলেই আপনার সিট বুক হবে।

Leave a Reply