News

Disha Workshop – Kolkata ll

dishadigitalschool

সফল ভাবে প্রথম ওয়ার্কশপ আয়োজনের পর আমরা দিশার পক্ষ থেকে আমাদের ২য় ওয়ার্কশপ কোলকাতায় ডিসেম্বর মাসের ২৮ তারিখ শুক্রবার দিন আয়োজন করতে চলেছি। স্থান স্থানঃ আলিয়া ইউনিভার্সিটি এর সেমিনার হল।।

Topic- Child Behavior Strategy, Communication & Special Education

এবার যা থাকবে-
1) Behavior Strategy -adapted book
2) Daily Communication-Adapted Book
3) “All About Me” Personalized adapted Book part 1 or part 2
4) calendar activity
5) weather activity
6) File folder activity-(special education)
আপাতত এত টুকু ভাবনা, সব কিছু সময়ের আগে বানিয়ে উঠতে পারলে আরও কিছু দেওয়ার ইচ্ছে আছে। এই সমস্ত বুক গুলো শিশুর প্রয়োজনের দিকে নজর রেখেই বানানো হবে। আমাদের ওয়ার্কশপের উদ্দেশ্য যা শেখাবো ও দেব তা বাস্তবে যেন কাজে লাগে। গতবার অনেককে আমরা সুযোগ দিতে পারিনি এবার তাই শুধু অভিভাবকদের জন্য এই ওয়ার্কশপ ও সিট সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩০ করা হল। আমাদের ফি টাও একটু বাড়ানো হল- এবার ফি ২০০০ টাকা।

Leave a Reply