আগামি ২২ শে সেপ্টেম্বর ২০১৮ শনিবার দিন হুগলী নব জীবন ফাউন্ডেশন ও দিশা ডিজিট্যাল স্কুলের ব্যবস্থাপনায় শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাক্ষে দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিষয়- বিশেষ শিশুর বিহেভিয়ার ম্যানেজমেন্ট ও স্পেশাল এডুকেশন । রেজিস্ট্রেশন ফি-২৫০ টাকা। সিট সংখ্যা সীমিত। এই ওয়ার্কশপের পুরো দায়িত্ব পালন করছে Ashis Jana, Suvendu Koley Harry ও Monojiit Bagui. আপানারা যারা ওয়ার্কশপে অংশ গ্রহণ করতে ইচ্ছুক নিম্নোক্ত দুটি নাম্বারে কল করে ফি জমা দেওয়া ও সিট বুক করার প্রসেস জেনে নিবেন।
Ashis Jana- 9002170556
Suvendu Koley Harry- 8900730351
স্থান- শ্রীরামপুর ( শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাকক্ষ, বি পি দে স্ট্রিট, আকাশ দোকানের সামনে)
অভিভাবক প্রফেশনাল স্টুডেন্ট ও বিশেষ শিক্ষার সঙ্গে যুক্ত অন্যান্যরা সকলেই অংশ গ্রহণ করতে পারবেন।